Title
Application from NDD or other related disabled persons for 2018-2019 FY's grants
Details
নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে অসচ্ছল নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন আর্থিক অনুদান প্রদানের জন্য মোল্লাহাট উপজেলা হতে ০৩ জন এনডিডি ব্যক্তি আবেদন গ্রহণ করা হবে। আবেদনের যোগ্য ও আগ্রহী ব্যক্তি/অভিভাবকদের আগামী ২৩-০১-১৯ তারিখ বেলা ১২.০০ টার মধ্যে অত্র কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ সরাসরি আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
#প্রতিবন্ধীতার ধরণ: ক) অটিজম/অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস, খ) ডাউন সিনড্রোম, গ) বুদ্ধিপ্রতিবন্ধীতা, ঘ) সেরিব্রাল পালসি।