Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Wheelchair distribution in Mollahat
Details
মোল্লাহাটে উপজেলা সমাজসেবা অফিসের আওতাধীন প্রতিবন্ধীদের মঝে হুইল চেয়ার, কর্ণার চেয়ার ও স্টান্ডিং ফ্রেম বিতরন করা হয়েছে। সরকার কর্তৃক প্রতিবন্ধীদের চলা-চলে সহায়ক এ সকল সামগ্রী বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মফিজুর রহমান সজল ও যুব-মহিলালীগ নেতা কবরী বিশ্বাস অপু প্রমূখ। প্রথম পর্যায়ে ১১ টি সহায়ক উপকরণ প্রদান করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান যে, এটি একটা চলমান প্রক্রিয়া কার্যালয়ে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে নির্বাচন করা হয়। পরবর্তী আরও ০৫ জনের হুইলচেয়ার পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Images
Attachments
Publish Date
13/02/2019
Archieve Date
31/12/2019