Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Four week plan declared by newly appointed Social Services Officer
Details

মোল্লাহাট উপজেলায় সমাজসেবা কার্যালয়ে নতুন উপজেলা সমাজসেবা কর্মকর্তার হিসাবে জনাব মাসুদুর রহমান ১৬/১০/২০১৮ তারিখে যোগদান করেছেন। জনাব মাসুদুর রহমান ৩৫তম বিসিএস (নন-ক্যাডার) থেকে বিগত ২০১৭ সালের ১৬ জুলাই প্রবেশন অফিসার হিসাবে প্রবেশন কার্যালয়, বাগেরহাটে যোগদান করেন। জনাব মাসুদুর রহমান যোগদানের পরে সকল মহলের সহযোগিতা কামনা করেন।

তিনি  উপজেলা সমাজসেবা কার্যালয়, মোল্লাহাটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ৪(চার) সপ্তাহ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন।

অগ্রাধিকার কার্যক্রমসমূহঃ

(১) ওয়েবপোর্টাল হালনাগাদকরণ
(২) ই-নথি ব্যবহার বৃদ্ধি করা
(৩) আরএসএস হিসাবসমূহ পরিচ্ছন্ন করা
(৪) সামাজিক নিরাপত্তার আওতায় সকল কার্যক্রমের স্পষ্ট ধারণাপত্র(mapping) তৈরি। 
(৫) প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করা।
(৬) ডিজিটাল পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রমের অবহিতকরণ সম্পূর্ণ করে ডাটা এন্ট্রি শুরু করা।
(৭) বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার সকল কার্যক্রম ত্বরান্বিত করা।
(৮) নিবন্ধিত প্রতিষ্ঠান/সংস্থাসমূহে তদারকি বৃদ্ধির চেষ্টা করা।
(৯) হাসপাতাল সমাজসেবা কার্যক্রম(রোগী কল্যাণ সমিতি) গতিশীল করা।
‌## তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নের জন্য সকল মহলের আন্তরিক সহযোগিতা কমানা করেন##

Images
Attachments
Publish Date
18/10/2018
Archieve Date
31/12/2019